Homeদেশের গণমাধ্যমেগোপনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন রোমান-দিয়া দম্পতি! 

গোপনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন রোমান-দিয়া দম্পতি! 

[ad_1]

দেশের আর্চারিতে আলোচিত জুটি রোমান সানা-দিয়া সিদ্দিকী। দুজনেই বাংলাদেশের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় পদক জেতার পাশাপাশি অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন। আলোচিত এই জুটি এবার সংবাদ শিরোনাম হলেন ভিন্ন কারণে। এই দম্পতি গোপনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন! তাদের আগে সেখানে পাড়ি জমান অসিম কুমার দাস, হাকিম আহমেদ রুবেল।

গত শনিবার গোপনে দেশত্যাগ করে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন রোমান-দিয়া। এই দম্পতির যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দিয়া সিদ্দিকীর বাবা নুরে আলম সিদ্দিকী। এছাড়া তাদের কোচসহ অন্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। 

আর্চাররা সবাই ২০২১ সালে পাওয়া যুক্তরাষ্ট্রের ভিসা কাজে লাগিয়েই সেখানে গেছেন। রোমান ও দিয়ার সঙ্গে বারবার সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করা হলেও তারা কেউ সাড়া দেননি। তবে দিয়া সিদ্দিকীর বাবা বলেছেন, ‘গতকাল (বুধবার) ওদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ওরা এখন যুক্তরাষ্ট্রে আছে। তবে কোন শহরে আছে বলতে পারবো না।’ 

দিয়া-রোমান কী স্থায়ী হতে যুক্তরাষ্ট্র গেছেন? এমন প্রশ্নে দিয়ার বাবা বলেন, ‘দিয়া বেশ কিছু দিন ধরে চোটের কারণে জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটিতে ছিল। ভারতের ভিসা বন্ধ থাকায় ওদের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল। পরে ওরা জানায় যুক্তরাষ্ট্রে যাবে। আমি তো জানি চিকিৎসা করাতেই গিয়েছে। এর বেশি কিছু জানি না। থেকে যাবে কিনা এ ব্যাপারে আমার কোনও ধারণা নেই। ওরা এরকম কিছু এখন পর্যন্ত আমাকে বলেনি।’ 

বিষয়টি আরও নিশ্চিত হতে আরচারি জাতীয় দলের এক কোচ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার সঙ্গে দিয়ার কথা হয়েছে। ও বললো এখন নিউ জার্সিতে। আমি তাদের শুভকামনা জানিয়েছি। এখন ওখানে ওরা তো নিশ্চয়ই ঘুরতে যায়নি। থাকতে গেছে। এখন কী করার আছে।’ 

জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ দুই শিষ্যের দেশত্যাগের বিষয়ে বলেছেন, ‘আমি খবরটা শুনে সত্যি হতবাক হয়েছি। আমি ছুটির সময়টা পরিবারের সঙ্গে কাটিয়েছি। গতকাল (বুধবার) ঢাকায় ফিরেছি। ওরা সত্যিই খেলা ছেড়ে চলে গেলো কিনা বলতে পারবো না। এ ব্যাপারে খোঁজ নিয়েই আসলে মন্তব্য করতে পারবো। তবে এরকমটা যদি ঘটে থাকে, সেটা হবে দুঃখজনক।’

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল বলেছেন, ‘ওরা যুক্তরাষ্ট্রে গেছে এক সপ্তাহ হলো এটা শুনেছি।  ফেডারেশনকে বলে যায়নি। ছুটিতে থাকা অবস্থায় দেশ ছেড়েছে। এমনিতে ওদের পারফরম্যান্স খারাপ ছিল।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত