Homeদেশের গণমাধ্যমেসেই মাঠেই আফগানিস্তান অলআউট ১৫৭ রানে

সেই মাঠেই আফগানিস্তান অলআউট ১৫৭ রানে

[ad_1]

আফগানিস্তানের হয়ে এদিন সর্বোচ্চ রান এসেছে ৮ নম্বরে নামা রশিদ খানের ব্যাট থেকে। প্রায় চার বছর পর টেস্টে ফিরে ২০ বলে ২৫ রান করেছেন রশিদ। আগের টেস্টের দুই ডাবল সেঞ্চুরিয়ান রহমত শাহ (১৯) ও হাশমতউল্লাহর (১৩) কেউই এদিন ২০ রানের গণ্ডি পার হতে পারেননি।

জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সিকান্দার রাজা ও নিউম্যান নিয়ামহুরি। সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয়েছিল পেসার নিয়ামহুরির। ব্লেসিং মুজারাবানি নেন ২ উইকেট। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১৫৭ (রশিদ ২৫, রহমত ১৯; রাজা ৩/৩০, নিয়ামহুরি ৪২/৩)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৬/০ (গাম্বি ৪*, কারান ১*: ইয়ামিন ৪/০, রশিদ ১/০)

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত