[ad_1]
একটা সময় মনে হচ্ছিল, এই ম্যাচে বুঝি রিয়াল মাদ্রিদের কিছুই ঠিকঠাক হবে না। মনে হচ্ছিল, এই ম্যাচে হারই বুঝি রিয়ালের একমাত্র নিয়তি।
আর হবে না-ই বা কেন! ২৭ মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া। বিরতির পর মিনিট দশেকের মধ্যে সমতা ফেরানোর সুযোগ পেল রিয়াল, কিন্তু পেনাল্টি মিস করলেন জুড বেলিংহাম। এর একটু পরেই কিলিয়ান এমবাপ্পে ভ্যালেন্সিয়ার জালে বল পাঠিয়েও গোল পেলেন না অফসাইডের কারণে। এরপর আবার ভিনিসিয়ুস জুনিয়র লাল কার্ড দেখলেন প্রতিপক্ষ গোলরক্ষককে আঘাত করে। ম্যাচের তখন নির্ধারিত সময়ের মিনিট দশেকের মতো বাকি। এই ম্যাচে রিয়ালের বাজি পক্ষে বাজি ধরা তখন খুব সাহসী কাজ।
কিন্তু দলটা যে রিয়াল মাদ্রিদ। শেষ বাঁশির আগে হারার অভ্যাস নেই তাদের। বদলি নামা লুকা মদরিচের গোলে সমতা ফেরানোর পর যোগ হওয়া সময়ে বেলিংহামের গোলে শেষ পর্যন্ত এই ম্যাচও নাটকীয়ভাবে জিতে নিল কার্লো আনচেলত্তির দল। আর তাতে নতুন বছরে লা লিগার পয়েন্ট তালিকায়ও শীর্ষে চলে এলো রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। তিনে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৯ ম্যাচে ৩৮। এই শীর্ষস্থান রিয়াল ধরে রাখতে পারবে অন্তত ১২ জানুয়ারি পর্যন্ত। কারণ, এর আগে আতলেতিকো মাদ্রিদের লিগে কোনো ম্যাচ নেই।
[ad_2]
Source link