Homeপ্রবাসের খবরইংরেজী নববর্ষে ব্রঙ্কসে সিনিয়র সিটিজেন ফোরামের ব্রেকফাষ্ট পার্টি

ইংরেজী নববর্ষে ব্রঙ্কসে সিনিয়র সিটিজেন ফোরামের ব্রেকফাষ্ট পার্টি

[ad_1]

 আনন্দ আয়োজনের মধ্য দিয়ে ব্রঙ্কসে ইংরেজী নববর্ষকে বরণ করে নিয়েছেন বাংলাদেশী সিনিয়র সিটিজেনরা। এ উপলক্ষে ১লা জানুয়ারি স্হানীয় গোল্ডেন প‍্যালেসে এক ব্রেকফাষ্ট পার্টির আয়োজন করেসিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ।   

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ও কাজী রবিউজজামান এর সঞ্চালনায় পবিত্র কোর আন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র গীতা পাঠ করেন কবি সুধাংশু কুমার মন্ডল। জাতীয় সংগীত এর থিমসং বাজানোর সাথে বাংলাদেশের জাতীয় সংগীত এবং আমেরিকান জাতীয় সংগীত সমস্বরে গাওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রায়ত সদস‍্যদের স্মরন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হালিম মুন্সি। আহবায়ক বিজয় কৃষ্ণ সাহা দিবসটির গুরুত্ব তুলে ধরেন। এ উৎসব মুখর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুলধারার রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, কবি-সাহিত্যিক।

কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রবিউজজামান। সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,সিনিয়র সহ-সভাপতি হাসান আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, সহ-সভাপতি খন্দকার আব্দুল বাকী ও সহ-সভাপতি সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক কাজী রবি-উজ্জামান, কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম নাসির, দপ্তর সম্পাদক মকবুল মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক খলিলুর রহমান (রহমান), প্রকাষনা বিষয়ক সম্পাদক কবি আবু তাহের চৌধুরী, সাহিত্য ও গ্রনথাগার বিষয়ক সম্পাদক কবি সুধাংশু কুমার মন্ডল, লুৎফর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদ তালুকদার বাবুল,মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার, সন্মানিত সদস‍্য কর্পোরাল (আ:) আব্দুল মতিন, এস এম একরাম উল্লাহ, লুৎফর রহমান ও আব্দুর রহমান।

প্রয়াত সাবেক সিনিয়র-সভাপতি হুমায়ুন কবির ভাইয়ের ছোট ছেলে জাফরুল কবির কে সনদ প্রদান করা হয়। সকলের সুস্বাস্হ্য, রোগ মুক্তি, দীর্ঘআয়ু কামনা ও বিশ্ব সংকটের মধ্যে আমাদের পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করা, সিনিয়রদের সুস্বাস্থ্য কামনায় আল্লাহর কাছে শুকরিয়া করে দোয়া পরিচালনা করেন- মাওলানা ওবায়দুল্লাহ খতিব ও পেশ ইমাম পার্কচেস্টার ইসলামিক সেন্টার।

২০২৪ ইং সালটি ছিল বিভিন্ন দিক থেকে ঘটনা বহুল। ক্যালেন্ডারের পাতা উল্টে এলো ইংরেজি নতুন বছর। শুভ ইংরাজী নববর্ষ ২০২৫। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামানা করছি- প্রধান অতিথি ডাঃ মোহাম্মদ এনামূল হক এমডি।সিনিয়রা আমাদের শ্রদ্ধেয় ও পথ প্রদর্শক- রোকন হাকিম। সার্বিক সহযোগিতা করেন  বিল্লাল ইসলাম সিইও গোল্ডেন প্যালেস, শামীম আহমেদ।

অনুস্ঠানে উপস্হিত থেকে শুভেচ্ছা জানান আব্দুস শহীদ সভাপতি আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউ.এস.এ ইনক। উপদেষ্ঠা  কামাল উদ্দিন, আব্দুর রহিম বাদশা মুল ধারার রাজনীতিবিদ, অধ্যক্ষ সানাউল্লাহ, প্রফেসর আব্দুল করিম, ড. নূর মোহাম্মদ তফাদর চেয়ারম‍্যান মিলিনিয়াম টিভি। ইন্জিনিয়ার আব্দুল খালেক ও রেদয়ানা রাজ্জাক সেতু  ম‍্যানেজিং পাটনার সারা হোম কেয়ার।জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সহ-সভাপতি শামিম আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোকন হাকিম।

কামরুজ্জামান বাচ্চু সহ-সভাপতি সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউ.এস.এ ইনক।

বেগম মেহের চৌধুরী সিইও তিতাস মাল্টি সার্ভিস। সেলিম রেজা আহবায়ক হেইট ক্রাইম। মিথান দেব প্রেসিডেন্ট মিথান ডেন্স একাডেমি। সাবেক চেয়ারম‍্যান মোস্তাক আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম‍্যান শফিকুর রহমান, রতন চক্রবর্তী, ফারুক আহমেদ, লোকমান হোসেন,ফিরোজ শরীফ।

উপদেষ্ঠা মন্ডলীর মধ‍্যে উপস্হিত ছিলেন তোফায়েল আহম্মেদ চৌধুরী, কামাল উদ্দিন, ইসলাম খন্দকার, দেওয়ান মোতাসির আলী মন্জু, বীর মুক্তিযোদ্ধা বশির মুন্সি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা জাহানঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযাদ্ধা আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মিয়া।

আবৃত্তি করেন চৌধুরী বিমল বনিক, কামরুজ্জামান বাচ্চু, কবি সুধাংশু কুমার মন্ডল, ননী মল্লিক , কবি আব্দুস সবুর, কবি আবু তাহের চৌধুরী, কবি জালাল উদ্দিন রুমি, বেগম মেহের চৌধুরী ও সুরাইয়া আলম লাকী। 

গীতিকাব‍্য উপস্হাপন করেন কবি জুলি রহমান সহ-অভিনয় করেন কবি সুধাংশু কুমার মন্ডল ও কবি জালাল উদ্দিন রুমি।

আরো উপস্থিত ছিলেন কাজী হাফিজুর রহমান, মো: মনিরুজ্জামান মনির, বাবু বিমল চৌধুরী, নিজাম উদ্দিন, শরিফুল ইসলাম, মো: ফরিদ উদ্দিন, নুরুল হক, নার্গিস আক্তার, সেলিনা আক্তার, বেবি সালাম।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত