Homeদেশের গণমাধ্যমেচিন্ময় দাসের জামিন নামঞ্জুর নিয়ে যা বলল ভারত

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর নিয়ে যা বলল ভারত

[ad_1]


কলকাতা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ৩ জানুয়ারি ২০২৫  

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর নিয়ে যা বলল ভারত


বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন খারিজ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সুষ্ঠু বিচারের সুযোগ পাওয়া উচিত।” শুক্রবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেছেন।

তিনি বলেছেন, “আমরা আগেও বলেছি, এখনো বলছি। বাংলাদেশে যে ধরনের কর্মকাণ্ড চলছে, সেখানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সুষ্ঠু বিচারের সুযোগ পাওয়া উচিত। এটাই আমাদের প্রত্যাশা।”

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসকে ওই দিনই কারাগারে নিয়ে যাওয়া হয়। পরের দিন জামিন শুনানির তারিখ ধার্য থাকলেও আইনজীবী হত্যার প্রতিবাদে কর্মবিরোতির ডাক দিলে আদালতের কার্যক্রম বন্ধ থাকে। পরে আদালত ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য রাখে। কিন্তু সেদিন চিন্ময়ের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত ২ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করে রাখেন। 

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে একটি নোট পেয়েছি। এই ঘটনায় আমাদের কাছে কেবলমাত্র এইটুকুই তথ্য আছে।”


ঢাকা/সুচরিতা/শাহেদ

ঢাকা/শাহেদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত