[ad_1]
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১১টা থেকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
এদিকে, ফেরি বন্ধ থাকায় তীব্র শীতে যানবাহনের চালক, সহকারী ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহ উদ্দিন। তিনি বলেন, ‘শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০ থেকেই কুয়াশার কারণে এ নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এরপর রাত ১১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সম্পূর্ণ ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।’
তিনি আরও বলেন, ‘যানবাহন পারাপারে এ নৌপথে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করে।’
[ad_2]
Source link