[ad_1]
ঢাকা শহরের জনসংখ্যা দুই কোটির অধিক। সে তুলনায় এ শহরে গণশৌচাগারের সংখ্যা প্রায় ২০০। জনসংখ্যার অনুপাতে গণশৌচাগারের সংখ্যা একেবারেই নগণ্য বললে ভুল হবে না। যেসব গণশৌচাগার আছে, সেগুলোও নাগরিকবান্ধব নয়। ফলে নাগরিক চাহিদার গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় একটি অনুষঙ্গ চরমভাবে অবহেলিত। একই কারণে উপেক্ষিত হচ্ছে জনস্বাস্থ্যও। এটি শুধু ঢাকা শহরের সমস্যা নয়, দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় এই নাগরিক অবহেলার বিষয়টি স্পষ্ট।
সম্প্রতি প্রথম আলোর কার্যালয়ে এ–সংক্রান্ত একটি গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, স্থানীয় সরকারব্যবস্থাকে নাগরিকবান্ধব করতে হলে শৌচাগারকে সেবা হিসেবে বিবেচনা করতে হবে। এখানে সমস্যাগুলো সহজ কিন্তু তা সমাধান জটিল হয়ে রয়েছে। এখন সুযোগ এসেছে সমস্যাগুলো ধরে ধরে তা সমাধানে দ্রুত কাজ করা। শৌচাগার পরিচালনায় দুর্বৃত্তায়ন উৎখাত করতে হবে জানিয়ে তাঁরা আরও বলেন, সিটি করপোরেশন, পৌরসভার কোন বিভাগ কীভাবে কাজ করবে, সেটা ঠিক করতে হবে। সব কাজের জন্য সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। সেবামূলক এ কাজে স্থানীয় কমিউনিটিকে যুক্ত করতে হবে।
[ad_2]
Source link