Homeদেশের গণমাধ্যমেএকমাস মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলো সৌমিক

একমাস মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলো সৌমিক

[ad_1]

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে টানা একমাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলো সৌমিক জোয়ারদার (১৮) নামে এক কলেজশিক্ষার্থী। শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৪ ডিসেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিল সে।

মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌমিক মিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মিরপুর মাহামুদা চৌধুরী কলেজের প্রভাষক আব্দুল মজিদ জোয়ারদারের একমাত্র ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৪ ডিসেম্বর সৌমিকসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে চা খেতে বের হয়। ওইদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মিরপুর-দৌলতপুর সড়কের সিংপুরে তারা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। তাদের মধ্যে সৌমিকের অবস্থা গুরুতর হাওয়ায় প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ একমাস লাইফসাপোর্টে থাকার পর শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আছাদুর রহমান বাবু জানান, সৌমিকের মৃত্যুর ঘটনায় মিরপুর প্রেসক্লাব গভীরভাবে শোকাহত। তার জানাজার নামাজ আজ শনিবার বাদ আছর মিরপুর ওয়াপদা সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত