Homeদেশের গণমাধ্যমেসালাহ বললেন, লিভারপুলে এটাই শেষ বছর

সালাহ বললেন, লিভারপুলে এটাই শেষ বছর

[ad_1]

কেন প্রিমিয়ার লিগ নিয়ে বেশি আগ্রহী—জিজ্ঞেস করলে ২০২০ সালে করোনা মহামারির সময়ে দর্শকশূন্য গ্যালারিতে লিগ শিরোপা উৎসবের কথাও তুলে এনেছেন সালাহ, ‘ঠিক জানি না, কী কারণে। সম্ভবত আমরা শেষবার যেভাবে উদ্‌যাপন করতে চেয়েছি, সেটা পারিনি বলে। আরেকটা হচ্ছে, ক্লাবের হয়ে এটা আমার শেষ বছর, তাই এই শহরের জন্য বিশেষ কিছু করতে চাই। এটাই আছে আমার মাথায়।’

করোনা মহামারির সময় প্রিমিয়ার লিগে একমাত্র ট্রফিটি জিতেছে লিভারপুল। সেটা আবার ইংল্যান্ডের শীর্ষ লিগে ৩০ বছর অপেক্ষার পর জেতা প্রথম ট্রফিও। এবার সালাহর ছন্দে চড়ে আর্নে স্লটের অধীনে থাকা দলটি দ্বিতীয় শিরোপার দিকে ছুটছে। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৯ ম্যাচ খেলা আর্সেনাল তাদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে দুইয়ে। সালাহ এখন ছন্দ ধরে রেখে লিগ জিতে অ্যানফিল্ড ছাড়ার অপেক্ষায়, ‘আমরা ট্রফির জন্য ৩০ বছর অপেক্ষা করেছি। এরপর সেটা জিতলাম এমন একসময়ে, যখন উদ্‌যাপন করার কিছু ছিল না। আশা করি এ বছর ভালোভাবে উদ্‌যাপন করতে পারব।’

প্রিমিয়ার লিগে সালাহদের পরবর্তী ম্যাচ আগামীকাল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত