Homeজাতীয়হালুয়াঘাটে আ:লীগ নেত্রী শিমুলকে আদালতে প্রেরণ

হালুয়াঘাটে আ:লীগ নেত্রী শিমুলকে আদালতে প্রেরণ

[ad_1]

ময়মনসিংহের হালুয়াঘাট থেকে সাবেক জেলা পরিষদের মহিলা সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আসমাউল হুসনা শিমুলকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) সকালে থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেন। এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার জয়িতা মহিলা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসমাউল হোসনা শিমুল হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের পল্লী পশু চিকিৎসক নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী জানান, জেলা পরিষদ সদস্য থাকাকালীন সময়ে পরিষদের বিভিন্ন প্রকল্পে শিমুল দুর্নীতির মাধ্যমে অনেক অর্থ সম্পদ করেছেন।

সংসারে অভাব থাকা সত্বেও গ্রামের ইউপি সদস্য হিসেবে নির্বাচন করে পরাজিত হন। সে সময় আওয়ামী লীগের এমপি জুয়েল আরেং এর আশীর্বাদ পেয়ে হয়ে যান জেলা পরিষদ সদস্য। সেই সঙ্গে ঘুরে যায় তার ভাগ্যের চাকা। বেশ কিছুদিন আগে প্রাইভেটকার ক্রয় করেছিলেন। আওয়ামী নেতাকর্মীদের মধ্যে শিমুল ছিল সবার পছন্দের তালিকায়।

স্থানীয়দের দাবি দুর্নীতি দমন কমিশন থেকে জেলা পরিষদে তার দেওয়া প্রকল্পগুলো অনুসন্ধান করলেই দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়গুলো বেরিয়ে আসবে।

হালুয়াঘাট থানার (ওসি) আবুল খায়ের জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলার মামলায় তাকে আটক করা হয়েছে। 

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত