Homeরাজনীতিসংবিধানসহ মৌলিক কাঠামোগত পরিবর্তন করতে নির্বাচন লাগবে: জোনায়েদ সাকি

সংবিধানসহ মৌলিক কাঠামোগত পরিবর্তন করতে নির্বাচন লাগবে: জোনায়েদ সাকি

[ad_1]

সংবিধানসহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পূর্ণ ও চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের আয়োজনে ‘নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে’ শীর্ষক গণসংলাপে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, আগামী নির্বাচন হবে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন। আগামী সংসদে কী কী মৌলিক পরিবর্তন হবে সেগুলো আমাদের আলোচনা করতে হবে। 

তিনি বলেন, আগামী নির্বাচন হবে নতুন বন্দোবস্ত তৈরির নির্বাচন। কাজেই সেরকম সংস্কার সভা তৈরির জন্য আমাদের জনঐক্য তৈরি করতে হবে। আমরা দেশের জনগণকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, অভ্যুত্থানে আহত যোদ্ধাদের অবিলম্বে চিকিৎসা নিশ্চিত করতে হবে। সরকারকে শহীদ পরিবারের দায়িত্ব নিতে হবে এবং রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। একইসঙ্গে বলবো মানুষ দ্রব্যমূল্যে নাকাল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা নানাভাবে ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলার নানাভাবে অবনতি হচ্ছে। কেনও আইনশৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা দিতে পারছে না, সেই জবাবদিহির ব্যবস্থা করতে হবে।

সাকি আরও বলেন, ৭১’ সালে আমাদের পূর্ব প্রজন্ম যে স্বপ্ন দেখেছিল, সে স্বপ্ন প্রতিষ্ঠা করেছে তরুণরা। আজ ৭১’ সালের স্বপ্নের ধারাবাহিকতায় তরুণরা ২৪’ সালের বাস্তবায়ন করেছে। ২০২৪ সালকে হাজির করা হচ্ছে ৭১’ সালের বিপরীতে। ৭১’ সালে রক্ত দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। ২৪ সালে ৭১’কে পূর্ণপ্রতিষ্ঠা করা হয়েছে। ৭১’ এর ধারাবাহিকতায় চলছে, তার ধারাবাহিকতায় বাংলাদেশ চলবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত