Homeদেশের গণমাধ্যমে১৭ বছর পর বাংলাদেশের শীর্ষ লিগে এক ম্যাচে একজনেরই ৬ গোল

১৭ বছর পর বাংলাদেশের শীর্ষ লিগে এক ম্যাচে একজনেরই ৬ গোল

[ad_1]

২৩, ৩৭, ৪৪, ২৩, ৬৬, ৭০ মিনিটে গোলগুলো করেন ঘানার প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞ ফরোয়ার্ড বোয়াটেং। প্রথম গোলের পর ডাবল হ্যাটট্রিক পূর্ণ করতে তাঁর সময় লেগেছে মাত্র ৪৭ মিনিট।  প্রথমবারের মতো বাংলাদেশ লিগে খেলতে এসেই ৬ ম্যাচে ১০ গোল করে গোলদাতার তালিকায় সবাইকে পেছনে ফেলেছেন বোয়াটেং। ৬ গোল নিয়ে ব্রাদার্সে সেনেগালের ফরোয়ার্ড আছেন দুইয়ে। ৫ গোল তিনজনের—রহমতগঞ্জের নাবিব নেওয়াজ, পুলিশ এফসির আল আমিন ও মোহামেডানের সুলেমান দিয়াবাতের।

নাবিব নেওয়াজ জীবনসহ দেশের কয়েকজন প্রথম সারির ফুটবলার নিয়ে এবার রহমতগঞ্জ দল ভালো করছে। গত দুটি ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে গোল উৎসব করেছিল তারা । ২৪ ডিসেম্বর ফেডারেশন কাপে ৬-১, ২৮ ডিসেম্বর লিগ ম্যাচে ৬-০। টানা তিন ম্যাচে ১৮ গোল করল পুরান ঢাকার দলটি।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত