Homeরাজনীতি‘৭৭ বছরে ছাত্রলীগের হাজার নেতা-কর্মী আত্মবলিদান দিয়েছে’

‘৭৭ বছরে ছাত্রলীগের হাজার নেতা-কর্মী আত্মবলিদান দিয়েছে’

[ad_1]

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের নেতার বলেছেন, ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগের ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের আপসহীন বিপ্লবী ধারা। এ ধারা ধারণ করেই স্বাধীন বাংলাদেশে শ্রেণীহীন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় জাসদ ছাত্রলীগ মূলমন্ত্র হিসাবে গ্রহণ করে। ৭৭ বছরের সংগ্রামে ছাত্রলীগের হাজার হাজার নেতা-কর্মী ও সদস্য আত্মবলিদান দিয়েছে।’

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ জাসদ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

বক্তারা বলেন, ‘জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ সমাজ বদলের বিপ্লবী সংগ্রামের সূচনা করে। আমরা সমাজ বদল সংগ্রামের পথেই আগুয়ান আছি।’

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন বীর-মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লাহ। 

এছাড়া আরও বক্তব্য দেন— সাবেক ছাত্রলীগ নেতা মোসাব্বির আহমেদ, সাইফুজ্জামান বাদশা, মোহাম্মদ মোহসীন, মীর্জা মোহাম্মদ আনোয়ারুল হক,  আলী হাসান তরুনসহ বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতারা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত