Homeদেশের গণমাধ্যমেরিকেলটনের ডাবল সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার একচ্ছত্র আধিপত্য

রিকেলটনের ডাবল সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার একচ্ছত্র আধিপত্য

[ad_1]

দ্বিতীয় দিনের খেলা শেষ, রায়ান রিকেলটনের পেছনে পেছনে মাঠ ছাড়লেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। দৃশ্যটা যেন প্রতীকি হয়ে উঠলো। প্রোটিয়া ওপেনার যে ২২ গজেও নেতৃত্ব দিয়েছেন। তার ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ছয়শ পার করে। কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে রানপাহাড় গড়ে ম্যাচে একচ্ছত্র আধিপত্য স্বাগতিকদের।

রিকেলটন ২৫৯ রান করে থেমেছেন। ৩৪৩ বলে ২৯ চার ও ৩ ছয়ে সাজানো ছিল দক্ষিণ আফ্রিকার যৌথ সপ্তম শীর্ষ রানের ইনিংস। তার সঙ্গে কাইল ভেরেইনে করেন চতুর্থ সেঞ্চুরি। ১৪৭ বলে ১০০ রান আসে তার ব্যাটে।

তারপর মার্কো ইয়ানসেন ও কেশভ মহারাজের আগ্রাসী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ৬১৫ রানে অলআউট হয়। ইয়ানসেন ৬২ ও মহারাজ ৪০ রান করেন।

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ও সালমান আগা সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। দুটি করে পান মীর হামজা ও খুররাম শাহজাদ।

দক্ষিণ আফ্রিকার রানপাহাড়ে চড়তে গিয়ে ২০ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান। কাগিসো রাবাদা ফেরান শান মাসুদ (২) ও সৌদ শাকিলকে (০)। কামরান গুলামকে (১২) আউট করেন ইয়ানসেন।

পাকিস্তান দিন শেষ করেছে ৩ উইকেটে ৬৪ রানে। বাবর আজম ৩১ ও মোহাম্মদ রিজওয়ান ৯ রানে অপরাজিত থেকে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।

স্কোরবোর্ডে তিন উইকেট দেখালেও সাইম আইয়ুব ছিটকে যাওয়ায় পাকিস্তানের হাতে আছে আসলে ৬ উইকেট, পিছিয়ে ৫৫১ রানে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত