Homeদেশের গণমাধ্যমেহাসপাতালের চারতলা থেকে পড়ে রোগীর মৃত্যু

হাসপাতালের চারতলা থেকে পড়ে রোগীর মৃত্যু

[ad_1]

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চারতলার বারান্দা থেকে পড়ে দিবাকর দাস রয়েল (৪৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

দিবাকর দাস দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের সুজালপুর মাস্টারপাড়া এলাকার সীতানাথ দাসের ছেলে। পেশায় ইজিবাইকের চেইন মাস্টার। হাসপাতালে চার তলায় মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

দিবাকর দাসের ছেলে সন্দীপ দাস জানান, ২ জানুয়ারি সকালে তার বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হয়। প্রথমে তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সকাল থেকে তিনি ছটফট করছিলেন। বিকালে মেডিসিন ওয়ার্ডের বারান্দার দরজা খোলা পেয়ে বাইরে যান। পরে মৃত অবস্থায় হাসপাতালের নিচে পড়ে থাকতে দেখেন লোকজন।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, চারতলায় মেডিসিন ওয়ার্ডের পুরুষ বিভাগের ৪৫৩ নম্বর কক্ষের ২৬ নম্বর বেডে ওই রোগী চিকিৎসাধীন ছিলেন। বারান্দার দরজা খোলা ছিল। ওয়ার্ড থেকে বারান্দায় গিয়ে নিচে লাফ দিয়ে মারা যান। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। 

দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, হাসপাতালের নিচতলা থেকে দিবাকর দাসের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি কয়েক দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে তার সঙ্গে ছিলেন স্ত্রী। স্বামীকে রেখে পানি আনতে গিয়েছিলেন। এ সময় সবার অগোচরে বারান্দা থেকে লাফ দেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত