Homeদেশের গণমাধ্যমেবোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

[ad_1]

চোটের কারণে খেলতে পারলেন না জসপ্রীত বুমরা। তাতেই যেন সিডনি টেস্টের ভাগ্য লেখা হয়ে গেলো!  রোমাঞ্চকর পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ২০১৪-১৫ মৌসুম পর বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। তাতে নিশ্চিত হয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। সেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।  

৬ উইকেটে ১৪১ রানে তৃতীয় দিন শুরু করা ভারতের দ্বিতীয় ইনিংস স্থায়ী হয়নি বেশিক্ষণ। লাঞ্চের আগে ৪৫ মিনিটেই গুটিয়ে যায় তারা। তাদের ১৫৭ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন পেসার স্কট বোল্যান্ড। আগের দিনের সঙ্গে আর ১৬ রান যোগ করতে পারে ভারত। এই ইনিংসে ৪৫ রানে ৬ উইকেট নেন বোল্যান্ড। পুরো ম্যাচে নিয়েছেন ১০টি। 

স্বাগতিক দলের সামনে ১৬২ রানের লক্ষ্য দাঁড়ালে সেটা চায়ের আগেই ছুঁয়ে ফেলেছে অজি দল। অবশ্য বুমরার অনুপস্থিতি ভারত হাড়ে হাড়ে টের পেয়েছে। বিশেষ করে লাঞ্চের আগে অস্ট্রেলিয়ার তিন উইকেট নিতে পারলেও তার পর কাঙ্ক্ষিত চাপটাই তৈরি করতে পারেনি সফরকারী দল।  ফিরে যান স্যাম কনস্টাস (২২), মার্নাস লাবুশেন (৬) ও স্টিভেন স্মিথ (৪)। স্মিথতো এক রানের জন্য ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি।  

তবে একপ্রান্তে প্রতিরোধ গড়ে ম্যাচটা নিজেদের করে নেওয়ার ভিত গড়তে থাকেন উসখান খাজা। শুরু থেকে ব্যাট করে খেলেছেন ৪১ রানের ইনিংস। তার আউটের পর বাকিটা সময় দলকে টেনে নেন ট্রাভিস হেড (৩৪*) ও বো ওয়েবস্টার (৩৯*)।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ১৮৫ (পান্ত ৪০, জাদেজা ২৬; বোল্যান্ড ৪/৩১) ও ১৫৭ (পান্ত ৬১, জয়সওয়াল ২২; বোল্যান্ড ৬/৪৫)

অস্ট্রেলিয়া ১৮১ (ওয়েবস্টার ৫৭,স্মিথ ৩৩; প্রসিদ্ধ ৩/৪২, সিরাজ ৩/৫১) ও ১৬২/৪, লক্ষ্য ১৬২ (খাজা ৪১, ওয়েবস্টার ৩৯*, হেড ৩৪*; প্রসিদ্ধ ৩/৬৫) 

ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী। 

সিরিজ: অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জয়ী। 

ম্যাচসেরা: স্কট বোল্যান্ড

সিরিজসেরা: জসপ্রীত বুমরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত