[ad_1]
এক পেনাল্টি এতটাই বিতর্ক ছড়িয়েছে যে জনমত জানতে পোল খুলেছে বিবিসি। ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রশ্ন—এটা কি পেনাল্টি ছিল? তাতে দুপুর ১টা পর্যন্ত ৫৪% ‘না’ ভোট পড়েছে। আর্সেনাল কোচ মিকেল আরতেতাও বলেছেন, এমন উদ্ভট পেনাল্টি তিনি জীবনে দেখেননি।
কোচ যখন এ ধরনের কথা বলেছেন, তখন ম্যাচের ফলও নিশ্চয় আঁচ করতে পারছেন! গত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের মাঠে ১৬ মিনিটে ইথান এনওয়ানেরির গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। কিন্তু ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল খেয়ে ১–১ সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গানারদের।
আরতেতার দল এখনো পয়েন্ট তালিকার দুইয়ে থাকলেও শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান ৩–এ নামিয়ে আনার সুযোগ হারিয়েছে। ১৮ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৪৫; দুই ম্যাচ বেশি খেলে আর্সেনালের পয়েন্ট ৪০।
[ad_2]
Source link