Homeবিনোদনসার্কাসিয়ানদের জন্য ১৬টি গান আসছে মহাশ্মশান

সার্কাসিয়ানদের জন্য ১৬টি গান আসছে মহাশ্মশান

[ad_1]

দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম সোনার বাংলা সার্কাস। পাঁচ সদস্য নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করে দলটি। এরপর গানের ধরন ও শ্রোতাদের ভালোবাসায় অল্প সময়ের মধ্যেই চলে আসে জনপ্রিয়তা। বাড়তে থাকে তাদের শ্রোতা। যাদের কথা মাথায় রেখে ২০২০ সালে নিজেদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ প্রকাশ করে রিপন-শাকিলরা। এর পরের গল্প শুধুই ছুটে চলার।

পাঁচ বছর পর এবার ব্যান্ডটি তাদের দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। নাম ‘মহাশ্মশান’। যার কাজ শুরু হয় বছর দুয়েক আগে। এখন কাজ একেবারেই শেষ প্রান্তে। ২০২৫ সালের মার্চ-এপ্রিলে বেশকিছু ডিজিটাল প্ল্যাটফর্মে শ্রোতাদের জন্য অ্যালবামটি প্রকাশ করা হবে বলে কালবেলাকে নিশ্চিত করেন ব্যান্ডের এসিস্ট্যান্ট ম্যানেজার সায়ন্তন মল্লিক।

নতুন এই অ্যালবাম নিয়ে সোনার বাংলা সার্কাসের শ্রোতারা যেমন উচ্ছ্বসিত, তেমনি ব্যান্ডটির প্রত্যাশাও কম নয়। এ নিয়ে কালবেলাকে সায়ন্তন মল্লিক বলেন, ‘প্রচুর ব্যস্ততা যাচ্ছে ব্যান্ডের। দ্রুতই আসছে আমাদের দ্বিতীয় অ্যালবাম ‘মহাশ্মশান’। এর রেকর্ডিং শেষ, মিক্সিংয়ের কাজ চলছে পুরোদমে। এই অ্যালবাম বাংলা রককে একেবারেই নতুন কিছু দিতে যাচ্ছে। এটা নিশ্চিতভাবেই আমরা বলতে পারি। আর আমরা এমনভাবে অ্যালবামটা রিলিজ দিতে চলেছি, মানে গোটা ব্যাপারটা (অ্যালবাম লঞ্চিং ইভেন্ট, সলো কনসার্ট কিংবা ওয়েবসাইট) যা ঘটাতে চাচ্ছি, সেটা এক কথায় বলতে গেলে নতুন কনসেপ্ট, এক্সপেরিমেন্ট। তাই আমরা আশাবাদী। এই অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’

এদিকে সোনার বাংলা সার্কাস তাদের শ্রোতাদের জন্য ২০২২ সালের জানুয়ারি থেকে ‘হায়েনা এক্সপ্রেস’ শিরোনামে সলো কনসার্ট শুরু করেছিল, যা এখনো চলমান। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় দলটি তাদের একক কনসার্ট করেছে। তবে নতুন অ্যালবাম প্রকাশের পর থেমে যাবে ‘হায়েনা এক্সপ্রেস’। শুরু হবে নতুন শিরোনামে কনসার্ট।

সোনার বাংলা সার্কাসের বিদেশেও ভক্তশ্রেণি তৈরি হয়েছে। যার সুবাদে পার্শ্ববর্তী দেশ ভারতে এরই মধ্যে কনসার্ট করেছে দলটি।

সোনার বাংলা সার্কাসের সদস্য: প্রবর রিপন (ভোকাল), সেঠ পান্ডুরঙ্গা ব্লামবার্গ (ইলেকট্রিক গিটার), শাকিল হক (বেজ, গিটার), স্বাদ চৌধুরী (কিবোর্ড), হাসিন আরিয়ান (ড্রামাস)।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত