Homeদেশের গণমাধ্যমেমহাত্মা গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলে বিপাকে অভিজিৎ 

মহাত্মা গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলে বিপাকে অভিজিৎ 

[ad_1]

মহাত্মা গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলে মন্তব্য করে বিপাকে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অভিজিৎ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। এমন মন্তব্যের  কারণে তার বিরুদ্ধে ভারতের পুণের অসিম সারোদে নামের এক আইনজীবী আইনি নোটিস পাঠিয়েছেন।  গায়ককে অবিলম্বে  ক্ষমা চাইতে বলেছেন তিনি। এমনকি, ক্ষমা না চাইলে ফৌজদারি মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন এই আইনজীবী।

অভিজিৎ এর এমন বিতর্কিত মন্তব্যে তার ভক্তরা সবাই অবাক হয়েছেন। গায়ক সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘সুরকার আরডি বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন। মহাত্মা গান্ধী যেমন জাতির জনক, তেমনই আরডি বর্মন ছিলেন সংগীত জগতের জনক।’

সংগীতের প্রতি যে অভিজিৎ এর প্রগাঢ় শ্রদ্ধা, সেটি এই মন্তয়ে স্পষ্ট। তবে এরপরই তিনি করে বসেন এক বিতর্কিত মন্তব্য। 
তিনি বলেন, ‘মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক ছিলেন, ভারতের নয়। ভারতবর্ষের অস্তিত্ব তো ছিলই, পাকিস্তান পরে তৈরি হয়েছে। ভুল করেই ভারতে গান্ধীকে জাতির জনক বলা হয়। পাকিস্তানের অস্তিত্বের জন্য তিনিই দায়ী।’

অভিজিৎ এর এই মন্তব্যের পর থেকেই ভারতের বিভিন্ন মহল থেকে প্রতিবাদ উঠতে থাকে। তার এই মন্তব্যে শুধু ভারতের রাজনৈতিক দলের নেতারা ক্ষিপ্ত হননি, সাধারণ মানুষও হতবাক হয়েছেন। 
এই মন্তব্যে আইনজীবী অসিম সারোদে ক্ষুব্ধ হয়েছে। তিনি অভিজিৎ এর বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়ে   বলেছেন, ‘এই ধরনের মন্তব্য একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের সম্মানকে চ্যালেঞ্জ করা। মহাত্মা গান্ধী একজন জাতির জনক এবং তার প্রতি এমন অবমাননাকর বক্তব্য সহ্য করা হবে না।’

অসিম সারোদে তার আইনি নোটিসে অভিজিৎকে লিখিতভাবে ক্ষমা চাইতে বলেছেন। এছাড়াও, অভিজিৎ এর এই মন্তব্যে ভারতের সংগীতাঙ্গনের অনেক মানুষ আপত্তি জানিয়েছেন। 

অভিজিৎ এর পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পর থেকে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।

সূত্র: সংবাদ প্রতিদিন 

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত