[ad_1]
দক্ষিণপাড়া গ্রামের পরিবানু (৮৫) বলেন, ‘মুই মাইনষের বাড়িত থাকো। মোর স্বামী–ছইল নাই। ছেঁড়া দাগলা (মোটা কাঁথা) গাত দিয়া জার যায় না। কম্বল খান দিয়া উপকার করলেন।’
নীলফামারী বন্ধুসভার সদস্যরা দুদিন ধরে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া, ডাঙ্গাপাড়া, তেলিপাড়া, পশ্চিমপাড়া, পূর্বপাড়া, দক্ষিণপাড়া গ্রামের দেড় শ দুস্থ মানুষকে খুঁজে বের করে স্লিপ দিয়ে আসেন। তাঁরাই খাটুরিয়া বিদ্যালয়ে সমবেত হন।
[ad_2]
Source link