[ad_1]
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদককারবারিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। গতকাল রোববার রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, বাবুরহাট বাজারে গ্রামের হাফিজুল ইসলাম ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। গতকাল ভূরুঙ্গামারী থানা-পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৬২০টি ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করে। পরে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মধ্যস্থতায় ৩৫ হাজার টাকার বিনিময়ে হাফিজুলের স্ত্রীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পুলিশ টাকা নেওয়ার পর কাউকে ছেড়ে না দিয়ে স্বামী-স্ত্রী দুজনকেই পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়ি থেকে ওই দম্পতিকে ছিনিয়ে নেন।
[ad_2]
Source link