Homeবিনোদনলুৎফর হাসানের কথায় মিতুর কণ্ঠে নতুন গান

লুৎফর হাসানের কথায় মিতুর কণ্ঠে নতুন গান

[ad_1]

কোক স্টুডিও বাংলা সিজন-১ এ বাউল সাধক ফকির লালন শাহর ‘সব লোকে কয়’- গেয়ে মন জয় করেছিলেন লোকশিল্পী কানিজ খন্দকার মিতু। বর্তমানে টিভি ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এর মাঝেই এলেন নতুন গান নিয়ে। শিরোনাম ‘হাত পা অবশ লাগে’।

‘তোমার বাড়ির সামনে গেলেই/ হাত পা অবশ লাগে/ কী জাদু জানো রে বন্ধু/বুঝি নাই তো আগে’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন ‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো’খ্যাত গায়ক লুৎফর হাসান। মজার তথ্য গানটির গীতিকবি ও গায়িকা দুজনের জন্ম ও বেড়ে ওঠা টাঙ্গাইল জেলায়।

‘হাত পা অবশ লাগে’ গানের মিউজিক করেছেন শাহরিয়ার আলম মারসেল এবং গানের ভিডিওর দায়িত্বে ছিলেন সংগীত পরিচালক শান সায়েক। শনিবার (০৮ জানুয়ারি) গাংচিল ফোক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

নতুন গানটি নিয়ে শিল্পী মিতুর ভাষ্য, আমি প্রথমেই লুৎফর ভাইয়াকে কৃতজ্ঞতা জানাব। দীর্ঘদিন ধরেই তিনি বলছিল মিতু তোর জন্য একটা গান লিখব ভাবছি। আমিও অপেক্ষায় ছিলাম। হঠাৎ করেই ভাইয়া একদিন কল দিয়ে জানালেন তোর জন্য গান রেডি, গাইবি কবে? আমি তো অবাক! ওইদিনই গানের লিরিক্স আমাকে পাঠালেন এবং দুদিন পরেই গানটিতে ভয়েজ দেওয়া। এবার গানটি প্রকাশ হলো আশা করছি গানের কথা ও গায়কী সবার ভালো লাগবে।

লুৎফর হাসানের লেখা ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমার গাওয়া ‘চিত্রা নদী’ শ্রোতামহলে গানটি ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন গানটি নিয়েও স্বপ্নটা তেমনি এই গায়ক-গীতিকারের।

তিনি বলেন, সালমা’র কণ্ঠে ‘চিত্রা নদী’র দীর্ঘ সতেরো বছর পর আমি একটা খাঁটি মঞ্চের গান করলাম। যে গানের অপেক্ষায় থাকে মঞ্চভিত্তিক প্রত্যেক শিল্পী। এই গানের জন্য মিতুকে নির্বাচন করার সিদ্ধান্তটা হুট করে না। আমি অনেক ভেবেচিন্তেই মিতুর জন্য এই গান করলাম। কেননা, মিতু আর আমি একই এলাকার মানুষ। আমি যখন গান ছেড়ে দেব, মিতু কিংবা তার জুনিয়ররা এই গান গাইতে থাকবে, যেমন এখনো সালমার কণ্ঠের ‘চিত্রা নদী’ সমান জনপ্রিয়। আমি এরকমই স্বপ্ন দেখি, স্বপ্ন কতটা এগিয়ে নেবে, সে সিদ্ধান্ত একান্ত মিতুর। কারণ, গানের মূল যত্নটা তার। শুভ কামনা মিতু জন্য।

বলে রাখা যায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিভাগ থেকে স্নাতক ও লোকগান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মিতু। বর্তমানে রাজধানীর একটি স্কুল অ্যান্ড কলেজে গানের শিক্ষকতায় যুক্ত রয়েছেন তিনি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত