[ad_1]
তিনজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে জানান, বেলা ১১টার দিকে শ্রমিক দলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন শুরু হলে পরিবহনচালক সৈয়দ শাহজাহান আহমেদ যখন বক্তব্য শুরু করেন, তখন ২৫ থেকে ৩০ জন এসে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। এ সময় উপস্থিত থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর হাবিবুর রহমান বলেন, ‘শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমানের নেতৃত্বে ৫ আগস্টের কয়েক সপ্তাহ পর থেকেই পরিবহনে ব্যাপক চাঁদাবাজি চলছে। তাঁর এসব কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ। প্রতিবাদে মানববন্ধন করতে চাইলে চাঁদাবাজ তারিফুরের কাছের লোক তৌফিক আহমেদের নেতৃত্বে হামলা চালিয়ে আমাদের শ্রমিক নান্টু মিয়া, আজগর আলী, সুজন মিয়া ও সাদ্দাম মিয়াকে আহত করে। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারিফুরের এসব কার্যকলাপের জন্য দলের কেন্দ্রীয় কমিটি থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আমরা তারিফুরের চাঁদাবাজি বন্ধসহ এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
[ad_2]
Source link