[ad_1]
ব্যাট হাতে যদি ছন্দে থাকতেন, তাহলে এসবের অনেক কিছুই হয়তো চাপা পড়ে যেত। কিন্তু সময়টা যেহেতু খারাপ যাচ্ছে কোহলির, তাঁর এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি, যিনি বেশির ভাগ সময় ধারাভাষ্য কক্ষে বা বিশেষজ্ঞ মতামত দেওয়ার সময় ভারতীয় খেলোয়াড়দের সামনে ঢাল হয়ে থাকেন বলে মনে হয়, তিনিও কিছুটা বিরক্ত কোহলির ওপর। সিডনি মর্নিং হেরাল্ড-এ এক কলামে গাভাস্কার কোহলিকে আরও সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন।
কনস্টাসের সঙ্গে সেই ঘটনার জন্য কোহলিকেই দায়ী করে গাভাস্কার লিখেছেন, ‘কোহলি যেটা করেছে, (কনস্টাসকে) কাঁধ দিয়ে ধাক্কা দেওয়া, সেটা আদৌ ক্রিকেট নয়। ভারতীয়দের প্ররোচিত করা হলে ওরা পাল্টা জবাব দিতে দ্বিধা করে না, কিন্তু এখানে এমন কোনো প্ররোচনাই ছিল না।’
[ad_2]
Source link