Homeদেশের গণমাধ্যমেঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের পর সঞ্চিত সব টাকাও নিয়ে গেল দুর্বৃত্তরা

ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের পর সঞ্চিত সব টাকাও নিয়ে গেল দুর্বৃত্তরা

[ad_1]

কক্সবাজারের মহেশখালীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে (২২) নির্যাতন ও ধর্ষণ করে ঘরে রাখা সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নে এ ধর্ষণ ও ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর দুর্বৃত্তরা ওই নারী ও তাঁর পরিবারের সদস্যদের হাত–পা বেঁধে রেখে চলে যায়। এরপর সন্ধ্যার দিকে ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। রাতে এ ঘটনা জানাজানি হলে থানায় মামলা করেন গৃহবধূর স্বামী। মামলার পর পুলিশ রাতভর অভিযান চালালেও জড়িত কাউকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।

গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, ওই বাড়িতে কয়লাবিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে পাওয়া ৩ লাখ ৪৫ হাজার টাকা ছিল। গতকাল ভোরে দুর্বৃত্তরা বাড়িটিতে হামলা চালিয়ে ওই টাকা লুট করে নিয়ে যায়। লুটপাটের আগে তারা গৃহবধূকে ধর্ষণ করে। এ নিয়ে পরিবারের সদস্যরা দিনভর আতঙ্কে ছিলেন। ঘটনার পর কী করতে হবে, তাঁরা বুঝে উঠতে পারছিলেন না। পরে স্থানীয় মানুষের সহায়তায় সন্ধ্যায় গৃহবধূকে হাসপাতালে নেন তাঁরা।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত