Homeদেশের গণমাধ্যমেসাতক্ষীরায় ধূমপানের বিরুদ্ধে শিক্ষকদের ক্যাম্পেইন

সাতক্ষীরায় ধূমপানের বিরুদ্ধে শিক্ষকদের ক্যাম্পেইন

[ad_1]


সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ৯ জানুয়ারি ২০২৫  

সাতক্ষীরায় ধূমপানের বিরুদ্ধে শিক্ষকদের ক্যাম্পেইন


সাতক্ষীরায় ধূমপান বিরোধী ক্যাম্পেইন করেছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় শহরের আমতলা মোড় এলাকায় বিভিন্ন মুদিখানা ও চায়ের দোকানে এই ক্যাম্পেইন করেন তারা। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির সব শিক্ষকরা। 

সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন বলেন, “আমাদের শিক্ষার্থীরা মাঝে মধ্যে রাস্তাঘাটে ধূমপান করে। শিক্ষার্থীরা যাতে করে ধূমপান থেকে বিরত থাকে সেজন্য আমাদের আজকের এই ক্যাম্পেইন। এটাকে মাদক বিরোধী ক্যাম্পেইন বলা যায়। ছেলেরা যদি মাদক সেবন করে বা ধূমপান করে তাহলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, অন্ধকার। তারা যেন দক্ষ জনশক্তিতে রূপান্তর হতে পারে সেজন্য এই ক্যাম্পেইন।”

তিনি আরো বলেন, “দোকানীদের বলছি তারা যেন ছাত্রদের কাছে ধূমপান সামগ্রী বিক্রি না করে ও কোনো ছাত্র আসলে যেন ছবি তুলে আমাদের খবর দেয়।” 

ক্যাম্পেইনে কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন, চীফ ইন্সটেক্টর আরএসসি আব্দুল আলিম, শিক্ষক রজ্ঞন কুমার সরকার, আনিছুর রহমান, মাহবুবুর রহমান, মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নতুন বছরের ক্যালেন্ডার উপহার দেওয়া হয় দোকানীদের।

ঢাকা/শাহীন/ইমন



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত