Homeদেশের গণমাধ্যমেঢাকা উত্তর সিটিতে কাকে, কোথায়, কোন পদে বদলি—‘ঠিক হচ্ছে’ শ্রমিক দলের ফরমাশে

ঢাকা উত্তর সিটিতে কাকে, কোথায়, কোন পদে বদলি—‘ঠিক হচ্ছে’ শ্রমিক দলের ফরমাশে

[ad_1]

ক্ষমতার পালাবদলের পর ঢাকা উত্তর সিটি শ্রমিক-কর্মচারী লীগের (মূল কমিটি) সভাপতি ও সাধারণ সম্পাদক থেকে শুরু করে অঞ্চল কমিটির নেতা-কর্মীদের বদলি করা হচ্ছে। ১৭ অক্টোবর এসব কমিটির ১১ নেতা-কর্মীকে নতুন এলাকায় বদলি করা হয়েছে। বদলি হওয়া নেতা-কর্মীরা বলছেন, শ্রমিক দলের নেতাদের ফরমাশ অনুযায়ী এমন বদলি করা হচ্ছে তাঁদের।

এই ব্যক্তিদের মধ্যে উত্তর সিটি শ্রমিক কর্মচারী লীগের সভাপতি বজলুল মোহাইমিনকে অঞ্চল-১০ ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানকে অঞ্চল-৭–এ বদলি করা হয়েছে। এ ছাড়া কার্যকরী সভাপতি হারুন মিয়াকে অঞ্চল-৭, সহসভাপতি সৈয়দ মাছুম হোসেনকে অঞ্চল-৬, সাংগঠনিক সম্পাদক মাসুদ কাজীকে অঞ্চল-৬, সহসাধারণ সম্পাদক নুর হোসেনকে অঞ্চল-৮–এ বদলি করা হয়।

এ ছাড়া শ্রমিক লীগের নগর ভবন ও অঞ্চল কমিটির পদধারী আরও পাঁচ নেতাকে নতুন বিভিন্ন অঞ্চলে বদলি করা হয়েছে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত