Homeজাতীয়অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেফতার-২

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেফতার-২

[ad_1]

মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহাবুদ্দিন খান (৫০) ও আরিফুল ইসলাম হেলাল(৩৫) নামক দু’জনকে আটক করে শিবালয় থানায় সোর্পদ করেছে রাজবাড়ির দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ।


আজ বৃহস্পতিবার সকালে আটকৃতদেরকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম. আল-মামুন। 

জানা গেছে, মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া এলাকায় স্থাপিত বৈদ্যুতিক টাউয়ারের নিকট থেকে অবৈধভাবে কাটার মেশিন দিয়ে বালু উত্তোলন কালে বুধবার রাতে উক্ত দু’ব্যক্তিকে আটক করে দৌলতদিয়া নৌ-পুলিশ। এসময় একটি বালু কাটার ড্রেজার, তিনটি পুরাতন ইঞ্জিন যার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার মাঝ কাজিরচরের আব্দুল মান্নানের ছেলে মোঃ শাহাবুদ্দিন খান (৫০) ও রাজাবাড়ির বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর গ্রামের আফতাব মোল্লার ছেলে মোঃ আরিফুল ইসলাম।

শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনকণ্ঠকে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর তীর ক্ষতি সাধন করার অপরাধে একটি মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীদেরকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। 

উল্লেখ্য, একটি চিহ্নিত চক্র দীর্ঘদিন ধরে শিবালয়ের তেওতার আলোকদিয়ার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় চরাঞ্চলের অনেক বাড়ি-ঘর, ফসলী জমিসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের দুটি টাওয়ার।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত