Homeজাতীয়অবশেষে লিভারপুলকে থামাল টটেনহ্যাম

অবশেষে লিভারপুলকে থামাল টটেনহ্যাম

[ad_1]

রীতিমতো উড়ছিল লিভারপুল। সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে টানা ২৪ ম্যাচ অপরাজিত ছিল আর্নে স্লটের দল। অবশেষে হোঁচট খেল অলরেডরা। প্রিমিয়ার লিগে গত ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা।

বুধবার লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে টটেনহ্যাম হটস্পার ১-০ গোলে পরাজিত করেছে লিভারপুলকে। রুদ্ধশ্বাস ম্যাচে স্পার্সদের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস বার্গভাল। আর তাকে নিয়েই অবশ্য এদিন মেজাজ হারান লিভারপুলের  কোচ আর্নে স্লট।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে এদিন আতিথ্য নেয় লিভারপুল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ ৮৬ মিনিটে টটেনহ্যামের হয়ে একমাত্র গোলটি করেন ১৮ বছর বয়সী লুকাস বার্গভাল। কিন্তু গোলের আগেই লিভারপুল ডিফেন্ডার কস্টাস সিমিকাসকে ফাউল করেন তিনি। ভালোরকম চোট পাওয়ায় চিকিৎসার জন্য মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

লিভারপুলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরাও রেফারির কাছে আবেদন করেন লুকাসকে হলুদ কার্ড  দেখানোর জন্য। কিন্তু তাতে কান দেননি রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল। এই ঘটনার আগে একটি হলুদ কার্ড দেখেছিলেন লুকাস। ফলে রেফারি কার্ড দেখালে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকেই বেরিয়ে যেতেন তিনি। তখন ম্যাচের ফল অন্যরকম হতে পারত। ঘটনাক্রমে ফাউল করার পরের মিনিটেই গোল করে ম্যাচ জেতান লুকাস।

এটাকেই মেনে নিতে পারেননি অলরেডদের কোচ আর্নে স্লট। তিনি বলেন, আমি মনে করি যে এই ফাউলের পর যে  কোনো রেফারি কার্ড দেখাতেন। টটেনহ্যামের মতো ভালো দল শেষ কিছু মিনিটের জন্য দশ জনে খেললে সুবিধা হতো। রেফারির এই সিদ্ধান্ত আমাদের পক্ষে যায়নি। তবে এখনো দ্বিতীয় লেগের খেলা বাকি আছে।

লিভারপুলের রক্ষণসৈনিক ভার্জিল ভ্যান ডাইকও কথা বলেন এই প্রসঙ্গে। তার মতে, আমার মনে হয় রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং তার ফল ভুগতে হয়েছে আমাদের। সবাই নিশ্চিত ছিল দ্বিতীয় হলুদ কার্ড হবে এটা। পরের মিনিটেই লুকাসের করা গোলে হেরেছি আমরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত