Homeদেশের গণমাধ্যমেদেশের মানুষের চাওয়া বদলে গেছে : উপদেষ্টা ফারুকী

দেশের মানুষের চাওয়া বদলে গেছে : উপদেষ্টা ফারুকী

[ad_1]

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে সরকার আসবে তারা দেশের মানুষের চাহিদা বুঝে গেছে। দেশের মানুষের চাওয়া বদলে গেছে। এ বদলে যাওয়ার চাওয়াকে মেটানোর রাজনীতিটাই রাজনৈতিক দলগুলোকে করতে হবে।’

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা গোলচত্বর মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, ‘৩৬ জুলাই যখন পুলিশ ছিল না, তখন দেশের মানুষ নিজেরা নিজেদের মহল্লা পাহারা দিয়েছে। মুসলিমের ছেলেরা মন্দির পাহারা দিয়েছে, একে অপরের পাশে দাঁড়িয়েছে। এটি ছিল সাংস্কৃতিক পরীক্ষা।’

তিনি বলেন, ‘একটা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বারবার পরীক্ষা দিতে হচ্ছে। সামনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একই পরীক্ষায় অন্তর্বর্তী সরকার উত্তীর্ণও হবে।’

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন উপদেষ্টা।

আয়োজকরা জানান, মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থাসহ সরকারি প্রকাশনী সংস্থা ও স্থানীয় প্রকাশনী সংস্থার ৭৮ স্টল অংশ নিয়েছে।

এ ছাড়া বই মেলায় বই পরিচিতি, মোড়ক উন্মোচন, বই পোকার আড্ডা, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, মিডিয়াসহ বিভিন্ন কর্নার স্থাপন করা হয়েছে।

মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯ পর্যন্ত উন্মুক্ত থাকবে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত