Homeদেশের গণমাধ্যমেগাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি চক্রের ৪ সদস্য আটক 

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি চক্রের ৪ সদস্য আটক 

[ad_1]


গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ১১ জানুয়ারি ২০২৫  

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি চক্রের ৪ সদস্য আটক 

গাইবান্ধা ডিসি অফিস


গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) সকালে পরীক্ষা চলাকালে কক্ষ থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- ডিভাইসসহ আবু সায়েম মণ্ডল (২৩), রাশেদ আহমেদ হৃদয় (২২), আসাদুজ্জামান (২১) ও শাহ সুলতান (২৫)।

জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার সাদরুল আলম বলেন, “পরীক্ষায় প্রক্সি দিতে এসে দুজন ও ডিভাইস চক্রের দুজনসহ মোট চারজনকে আটক করা হয়। পরে তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “শনিবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসন শাখার আওতায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৩টি ও হিসাব সহকারী ৩টি শূন্যপদের বিপরীতে পরীক্ষা চলছিল। এসময় আটককৃতদের বিষয়ে সন্দেহ হলে লিখিত পরীক্ষায় জালিয়াতি ও ডিভাইস সরবরাহের অভিযোগে তাদেরকে আটক করা হয়।” 

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানা যায়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি শূন্যপদের বিপরীতে তিন হাজার ৩৪৯ জন ও হিসাব সহকারী তিনটি শূন্যপদের বিপরীতে ৪৩০ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে তাদেরকে পরীক্ষার জন্য চূড়ান্ত করা হয়।

ঢাকা/মাসুম/এস 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত