Homeপ্রবাসের খবরসীমান্ত স্কয়ারে সেই দুর্ধর্ষ চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

সীমান্ত স্কয়ারে সেই দুর্ধর্ষ চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

[ad_1]

রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মলের একটি সোনার দোকানে দিনেদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই স্বর্ণালংকারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গত শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের একটি সোনার দোকানে মাত্র ৭ মিনিটে ১৫৯ ভরি সোনা চুরি করে নিয়ে যায় চোররা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা দায়ের করেন।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, চুরির ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে চোরদের শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে শনিবার রাতে তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করে ডিবি। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, কুমিল্লা থেকে ৫০ ভরি আট আনা স্বর্ন উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও ৮ থেকে ৯ জন জড়িত বলে ধারণা পুলিশের, তাদের আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় রবিবার (১২ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

এ ইউ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত