Homeদেশের গণমাধ্যমেশনিবার থেকে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীভোগান্তি চরমে

শনিবার থেকে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীভোগান্তি চরমে

[ad_1]

বাস শ্রমিক‌দের দ্ব‌ন্দ্বের জে‌রে রাজবাড়ী ও কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রবিবার (১২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক।

জানা গেছে, শনিবার (১১ জানুয়ারি) সকালে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী লোকাল বাস রাজমহলের সঙ্গে একই রুটের অন্য একটি লোকাল বাসের ওভারটেকিং নিয়ে শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনার পর বাস দুটি রাজবাড়ী মুরগি ফার্ম এলাকায় পৌঁছালে জেলার বাসশ্রমিকদের একটি গ্রুপ কুষ্টিয়াগামী লোকাল বাসের শ্রমিকদের মারধর করে। এর জেরে দুই জেলার মধ্যে শনিবার সন্ধ্যার পর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, ‘গতকাল শনিবার সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে রাজবাড়ী থেকে ৫০টি লোকাল এবং ৩০টি দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা যাত্রীদের দুর্ভোগ দূর করতে চেষ্টা করছি।’

এদিকে দুদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়া ও ফরিদপুরগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে মাহিন্দ্র, ব্যাটারিচালিত ইজিবাইকে গন্তব্যে যাচ্ছেন তারা। দ্রুত সময়ের মধ্যে বাস চলাচলের দাবি তাদের।

গোয়ালন্দ মোড়ে কথা হয় রাজবাড়ীগামী আব্দুল কুদ্দুস মোল্লার সঙ্গে। তিনি বলেন, ‘দৌলতদিয়া ঘাট থেকে মাহিন্দ্র করে মোড় পর্যন্ত এসেছি। হঠাৎ বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছি। সঙ্গে বউ-বাচ্চা রয়েছে। তা ছাড়া ছোট গাড়িতে ভাড়াও বেশি। এসব ঝামেলা দ্রুত সমাধান করাই ভালো। তা না হলে আমাদের মতো সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়।’

বাসচালক হাবিব শিকদার বলেন, ‘কুষ্টিয়া ও রাজবাড়ীর মধ্যে যৌথভাবে বাস চলাচল করে থাকে। আমাদের রাস্তা বেশি থাকায় আমাদের দুই ট্রিপ ও কুষ্টিয়াদের এক ট্রিপ চলে। তাদের এরিয়াতে গেলেই আমাদের মারধর করে তারা। গতকাল একটি ঝামেলা হওয়ায় তারা আমাদের একজন ড্রাইভারকে মারধর করে, পরে তারা রাজবাড়ীতে আসলে শ্রমিকরা তাদের ওপর হামলা করে। এ কারণে বাস বন্ধ রয়েছে। বাস বন্ধ থাকায় আমারও অভাব-অনটনে আছি। আমরাও চাই সুষ্ঠু সমাধান হোক।’

কুষ্টিয়া সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি হাজী আমিরুল হক বলেন, ‘গতকাল কুষ্টিয়ার পরিবহন শ্রমিকদের সঙ্গে রাজবাড়ী জেলার পরিবহন শ্রমিকদের ছোট একটি বিষয় নিয়ে ঝামেলা হয়। পরে সেখানেই বিষয়টি মীমাংসা হয়েছিল। কিন্তু পরে আমাদের শ্রমিকরা গাড়ি নিয়ে রাজবাড়ী গেলে রাজবাড়ীর পরিবহন শ্রমিকরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ কারণে গতকাল থেকে দুই জেলার মধ্যকার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের ঝামেলার বিষয়টি মীমাংসা করার জন্য আমরা রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সঙ্গে কথা বলেছি এবং রাজবাড়ী পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সমস্যা সমাধান করা যায়।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত