Homeবিনোদনযুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

[ad_1]

বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে ঘরোয়াভাবে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। রোববার ছড়িয়ে পড়ে এমন গুঞ্জন। সংবাদমাধ্যমে প্রকাশ হয় পড়শীর বিয়ের খবর।

সত্যতা যাচাই করতে পড়শীর সঙ্গে যোগাযোগ করতে গেলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁর মা রহস্য জিইয়ে রেখে জানালেন, পড়শীর বিয়ের খবর সত্যিও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে।

২০০৮ সালে খুদে গানরাজ প্রতিযোগিতা দিয়ে ক্যারিয়ার শুরু হয় পড়শীর। সেই প্রতিযোগিতায় নিলয়ও অংশ নিয়েছিলেন। সেখান থেকেই তাঁদের পরিচয়। এত দিন তাঁরা সম্পর্কের খবর গোপন রেখেছিলেন।

২০১০ সাল থেকে নিলয় তাঁর পরিবারসহ নিউইয়র্কে থাকেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে। সে সময় দুই পরিবার তাঁদের বিয়ের বিষয়ে কথা বলেন। তবে এই মুহূর্তে নিলয় ও পড়শীর বিয়ের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না দুই পরিবারের সদস্যরা।

নিলয়। ছবি: সংগৃহীত

নিলয়। ছবি: সংগৃহীত

পড়শীর বিয়ে নিয়ে জানতে চাইলে তাঁর মা আজকের পত্রিকাকে জানান, পড়শীর ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। বিয়ের খবরটি সত্য কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পড়শীর বিয়ের যে খবর ছড়িয়েছে, তা সত্যি হতে পারে আবার মিথ্যাও হতে পারে। এই বিষয়ে আমাদের পরিবার থেকে কাউকে কোনো তথ্য দেওয়া হয়নি।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত