Homeদেশের গণমাধ্যমেজবির অনশনরত ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে 

জবির অনশনরত ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে 

[ad_1]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সকাল থেকে অনশনে থাকা ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ক্যাম্পাসের পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে অনশনরত অবস্থায় হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী সময়ে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। 

অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল, দর্শন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের ফয়সাল মুরাদ, আশিকুর রহমান আকাশ, ফেরদৌস শেখ, জুবায়ের রিওন, শের আলী, সোহাগ আহমেদ ও শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব।

এ বিষয়ে মেডিকেল সেন্টারের সিনিয়র অফিসার মো. রাকিব হোসেন বলেন, অসুস্থদের তানজিলের ব্লাড প্রেসার কমে গেছে। দুপুরের পর থেকে তার প্রস্রাবও হয়নি, শরীরে পানিশূন্যতাও দেখা দিয়েছে। তার চিকিৎসা চলছে, স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে। 

আর অন্যদের মধ্যে তাওহীদের ব্লাড প্রেসার কিছুটা বেড়েছে। আপাতত তাকে স্যালাইন দেওয়া বন্ধ করা হয়েছে বলেও জানান রাকিব হোসেন। তিনি জানান, অন্যদের মধ্যে ফয়সালের চোখ দেবে গেছে, তাকেও স্যালাইন দিতে হবে।

রাকিব হোসেন বলেন, ‘সবমিলিয়ে এখন পর্যন্ত অসুস্থ হয়েছেন ১৪ জন। তাদের আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ন্যাশনাল মেডিক্যালে রেফার করেছি।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত