Homeদেশের গণমাধ্যমে‘একটি মহল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে’

‘একটি মহল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে’

[ad_1]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে রোববার সকাল থেকে চলা গণঅনশনে এখন পর্যন্ত ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে রোববার (১২ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে অনশন চলা অবস্থায় ছয়জন অসুস্থ হয়ে পড়েন।

তবে একটি মহল এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন দফা আন্দোলনকারী অসুস্থ হওয়া শিক্ষার্থী ফেরদৌস।

রোববার (১২ জানুয়ারি) রাতে অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ভিডিও বার্তায় ফেরদৌস বলেন, প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য একটি যৌক্তিক আন্দোলন করছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, একটি মহল এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, এই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে নয়।

তিনি বলেন, প্রশাসনকে সঙ্গে নিয়েই আমাদের আন্দোলন চলবে। তাই প্রশাসনের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তারা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখনো আন্দোলন করছে। আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা কখনো তাদের ফাঁদে পা দেবেন না।

অনুরোধ জানিয়ে ফেরদৌস বলেন, আমরা ইনশাআল্লাহ প্রশাসনকে সঙ্গে নিয়েই বিজয়ের বেশে ফিরে আসব। সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করা যাচ্ছে। প্রশাসনকে হেল্প করার জন্য ও প্রশাসনের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

মুঠোফোনে গণমাধ্যমকে তিনি বলেন, এ আন্দোলন যদি ভিসি-বিরোধী আন্দোলনের দিকে চলে যায়, তাহলে বুঝবেন এখানে আমাদের সংশ্লিষ্টতা নেই। আমাদের আন্দোলন প্রশাসনের পক্ষে। প্রশাসনকে সঙ্গে নিয়ে যদি কেউ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেয়, ভিসির পদত্যাগ চায়, তারা আমাদের কেউ না। আর সোহান ভাই আমাদেরই ভাই তার ওপর হামলা মানে আমাদের ওপর হামলা করা। এটি যারা করেছে ভিন্ন উদ্দেশ্যে করেছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত