Homeদেশের গণমাধ্যমেসচিবালয়ের সামনে ফের অবস্থান অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের

সচিবালয়ের সামনে ফের অবস্থান অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের

[ad_1]

প্রকাশিত: ১৩:৪০, ১৩ জানুয়ারি ২০২৫  
আপডেট: ১৩:৫৯, ১৩ জানুয়ারি ২০২৫

সচিবালয়ের সামনে ফের অবস্থান অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের


চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারো সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে সচিবালয়ের ১নং গেটের বিপরীতে ওসমানী উদ্যানের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

অবস্থান কর্মসূচি নিয়ে মনিরুল ইসলাম বলেন, “আমাদের কি অপরাধে এভাবে ভোগাচ্ছে জানি না। আমরা চাই এর একটা সুরাহা হোক। আমাদের পুনর্বহালের বিষয়ে আইজিপি মহোদয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ সব জায়গায় গিয়েছি কিন্তু কোনো সমাধান পাইনি।”

সাথী নামের আরেক চাকরিপ্রত্যাশী বলেন, “শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। কোনো স্লোগান নেই, বিক্ষোভ নেই। আমরা আমাদের দাবির পক্ষে দাঁড়িয়েছি। আমরা আশা করছি সরকার এ বিষয়ে দ্রুত একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে।”

শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে তাদের অব্যাহতি দেওয়া হয়।

ঢাকা/এএএম/ফিরোজ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত