[ad_1]
ভিটামিন সি এর দারুণ উৎস কমলা। বাজারে এখন কমলা পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে। কমলা খাওয়ার পর খোসা ফেলে না দিয়ে বানিয়ে ফেলতে পারেন সাবান। এতে থাকা ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরিতেও বিশেষ ভূমিকা রাখবে। জেনে নিন কীভাবে বানাবেন সাবান।
প্রথমে কমলার খোসা ভালো করে বেটে নিন। এর পর আমন্ড অয়েল অথবা নারকেল তেল গরম করে নিন। গরম তেল আলাদা পাত্রে রেখে ঠান্ডা হতে দিন। অন্য একটি পাত্রে পানির সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড মিশিয়ে থকথকে মিশ্রণ তৈরি করুন। এরপর তেল ও সোডিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। মিশ্রণে মেশান কমলার খোসার পেস্ট। আরও কিছুক্ষণ রেখে মিশ্রণটি মোল্ডে ঢেলে ২৪ ঘণ্টা রেখে দিন। এরপর ব্যবহার করুন কমলার সুগন্ধি সাবান।
[ad_2]
Source link