[ad_1]
অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, গ্রন্থের গুরুদক্ষিণা অধ্যায় পড়ার মধ্য দিয়ে শুভসূচনা হয় বইটি পড়ার। সেখানে একাধারে বিচারক, শিক্ষক, দার্শনিক ও সাহিত্যিক হাসানুজ্জামান রিপনের (লেখক) সঙ্গে তাঁর নতুন করে পরিচয় হলো। এত দিন পরিচিত ছিলেন বিচারক হিসেবে। প্রধান বিচারপতি বলেন, ‘বই আমার খুব প্রিয়সঙ্গী সব সময়, যেকোনো বই। যখন বইটি পড়া শেষ হয়ে যায়, যখন রেখে দিতে হয়, তখন বিচ্ছেদের একটা দুঃখ হয়।’
বইটি পড়ে জীবনদর্শন সম্বন্ধে অনেক কিছু শেখা যাবে লেখকের দৃষ্টিভঙ্গি থেকে—এমনটা মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, জীবনধারার কিছু মৌলিক তত্ত্ব লেখক অত্যন্ত সহজ করে তুলে ধরার চেষ্টা করেছেন।
[ad_2]
Source link