Homeদেশের গণমাধ্যমেআন্দোলনে আহত সমন্বয়ককে হত্যার হুমকি

আন্দোলনে আহত সমন্বয়ককে হত্যার হুমকি

[ad_1]

রাজশাহী চারঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফা-আরদ্বীন সরকারকে দেয়াল লিখনে হত্যার হুমকি দেওয়া অভিযোগ উঠেছে।

তার পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার সরদহ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে তার নিজ বাড়ির দেয়ালে ‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লিখে যায়। এতে পরিবারে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত হয়ে অরণ্য সরকার নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য একটি লিখিত অভিযোগ মডেল থানায় জমা দিয়েছেন।

সমন্বয়ক ফা-আরদ্বীন বলেন, ‘জুলাই বিপ্লব ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করছি। এই কার্যক্রম ব্যাহত করার জন্য এভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। তাই জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় ও নিরাপত্তার জন্য মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

তিনি বলেন, ‘রবিবার রাত ১০টার দিকে বাবার সঙ্গে বাজার থেকে বাড়িতে আসি। এ সময় বাড়ির বাইরের দেয়ালে লেখাটি দেখতে পাই। অধিকাংশ সময় বাবা-মা বাড়িতে একা থাকেন। তাদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত হচ্ছি।’

চারঘাট মডেল থানা ওসি আফজাল হোসেন জানান, এ বিষয়ে ওই সমন্বয়ক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্ট করছে।

উল্লেখ্য, ফা-আরদ্বীন সরকার সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনিস্টিটিউট রাজশাহীর ইলেক্ট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ৭ জুলাই থেকে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই চারঘাট পল্লি বিদ্যুৎ মোড়ে আন্দোলনরত অবস্থায় গ্রেফতার করে টর্চার সেলে নিয়ে নির্যাতনের ফলে তার আঙুল ও হাঁটুর হাড় ভেঙ্গে ফেলে- যা এখনও চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত