Homeদেশের গণমাধ্যমেটাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়...

টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়…

[ad_1]

অভিনয়ে শাহরিয়ার নাজিম জয় আলোচিত ছিলেন। অভিনয়ে বিরতির পর ফেরেন উপস্থাপনায়। এই মাধ্যমে জয় সবচেয়ে বেশি আলোচিত যেমন হয়েছেন, তেমনি সমালোচিতও হয়েছেন। এক ফেসবুক পোস্টে জয় জানালেন, তাঁর অভিনয়জীবনের ২৫ বছর পার করেছেন। তিনি লিখেছেন, ‘অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করলাম। নানা উত্থান-পতন, সাফল্য ও ব্যর্থতায় যা অর্জিত হয়েছে, তা হচ্ছে অভিজ্ঞতা। মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের অজস্র অভিমান। আহ্, যদি শুধু অভিনেতাই হতে পারতাম! তাহলে হয়তো শুধু ভালোবাসাটাই পেতাম। অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরও মধুর হতো। এক জীবনে শত জীবনের বৈচিত্র্য নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোনো কাজে নেই। আমি এখন জিম্মি। বলেন তো জিম্মি কি?’

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত