Homeদেশের গণমাধ্যমেসচিবালয়ের সামনে মধ্যরাতেও অনশন পালন করছেন অব্যাহতি পাওয়া এসআইরা

সচিবালয়ের সামনে মধ্যরাতেও অনশন পালন করছেন অব্যাহতি পাওয়া এসআইরা

[ad_1]

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে মধ্যরাতেও অবস্থান করে আমরণ অনশন পালন করছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।

সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে জানা যায়, অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই) তাদের আমরণ অনশন পালন করে যাচ্ছেন।

এসময় অনশনরত সাজিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সন্ধ্যায় আমাদের চারজনের প্রতিনিধি দল জননিরাপত্তা সচিবের সাথে দেখা করেছেন। কিন্তু তিনি আমাদের আশানুরূপ কোনও সিদ্ধান্ত দিতে না পারায় আমরা আমাদের অনশন কর্মসূচি পালন করে যাচ্ছি। আমরা এখনও সচিবালয়ের সামনে অবস্থান করছি। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করে যাবো।

উল্লেখ্য, দুপুরে অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা বলেন, বিগত ২০২৩ সালের ৪ নভেম্বর আমরা ট্রেনিংয়ে অংশ নেই। ট্রেনিং সম্পন্ন হওয়ার পর আমাদেরকে নানান কারণ দেখিয়ে চাকরিতে নিয়োগ না দিয়ে চারটি ধাপে মোট ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়। তাই আমরা ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিস উপ-পরিদর্শকরা (এসআই) আমাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছি।

এরপর সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ কর্তৃপক্ষের ডাকে তারা সচিবালয়ে প্রবেশ করেন। কিন্তু আশানুরূপ কোনও ফলাফল না পেয়ে তারা তাদের আমরণ অনশনের সিদ্ধান্ত বহাল রাখেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত