Homeদেশের গণমাধ্যমেবৈষম্যবিরোধী আন্দোলনের খুলনা জেলার ২৯৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনা জেলার ২৯৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

[ad_1]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৯৩ সদস্যের নতুন এ কমিটির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কমিটিতে খানজাহান আলী এলাকার তাসনিম আহমেদকে আহ্বায়ক ও সাজিদুল ইসলাম বাপ্পিকে সদস্যসচিব করা হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত কমিটি ১০ জানুয়ারি প্রকাশ করা হয়। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদিত করা হয়েছে। কমিটিতে খুলনা সদরের আজীম ইসলাম জীমকে মুখ্য সংগঠক, খুলনা সদরের মিরাজুল ইসলাম ইমনকে মুখপাত্র করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হলেন তাসনিম আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কদরুল হাসান, যুগ্ম আহ্বায়ক গাজী মাহিম, তাসজিদ জামান সামিন, ইব্রাহিম খলিল, রাকিবুল ইসলাম রিমন, আবুল হাসনাত, শেখ ফাহাদুজ্জামান, রাদিয়া ইসলাম, মাহবুব আলম মানিক, জুবায়ের ইসলাম, ইমন হোসেন রানা, হাসান মির্জা, শাহরিয়ার ইসলাম সাদ, আনিকা তাহসিন, আহনাফ তাহমিদ চৌধুরী, ফাহিম মাহতাব সিয়াম, মাসুদ রানা জনি, ইমতিয়াজ কায়সার, শাহরুল ইসলাম সুজন, সুমাইয়া বান্না, এস এম সাজিদ হাসান, মুহুতাসিম মাহমুদ সুখন, মাসুদ আলম, ইমরান, শামিম, খান মোছাম্মদ সাজিন হাসান রাজা, শাহরিয়ার অপু, আবু নাইম, মামুর হাসান শেখ, শাহিন খান, সাব্বির, সাজিদ হাসান সৈকত, আবু হানিফা, ঈশিতা এনাম ঋতু।

সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পী, যুগ্ম সদস্যসচিব রাতুল হাসান, মুনজির ফাহিম, মেহেদী হাসান, ফাহিম ফয়সাল তুর্য, নাঈম রায়হান, আরাফাত রহমান শান, ফাতেমা জান্নাত ঐশি, তানভির শেখ, আসিফ খান, সানজিদ হাসান রাতুল, ইয়াসিন মল্লিক, হাসান হাওলাদার, সোহেল শেখ, সৈয়দ আবু হুরায়রা, শাহারিয়ার ইসলাম খালিদ, তাজবিরুল হক শোয়াইব, শিহাব সালমান রাতুল, খান ইবনে ফায়জুল, হুসাইন বিন ইমরান, তানভীর রহমান তামীম, শেখ মুস্তাকিন, আবার জাহিন, রানী খাতুন, শাহীন, তাহারাত শিকদার, জায়েদ হাবিব, সাদিয়া।

মুখ্য সংগঠক আজিম ইসলাম জীম, সংগঠক আল মুজাহিদ আকাশ, রাকিবুল হাসান শিফাত, তামিম হাসান লিয়ন, গাজী মুনতাসির রহমান, আবির হোসাইন মোল্লা, ফজলে রাব্বি, মিরাজুল ইসলাম, এমএম শাহিদুল ইসলাম হৃদয়, রাহাত সরদার, আলম মাহতাব সিয়াম, হেদায়েত শেখ, আল মাহমুদ, খান হামজা আবদুল্লাহ, সাব্বির বিশ্বাস, মাহমুদ মোস্তফা সজল, এস এম আকিব হোসেন (আনান), মাহফুজ জামান রিফাত, মোশাররফ হোসেন, আফসানা লিমু, শেখ আহমেদ ওমর হামজা, রোকেয়া সুলতানা, রায়হান, এমএ কাদের, আব্দুল্লাহ আল আমিন, পল্লব মলাকার, খালিদ ফয়সাল, ইয়াসিন শিকদার রিয়াজ, সানজিদ জামান পিয়াস, শাহ আলম রিপন, খলিলুর রহমান বাবু, আসাদুল্লাহসহ ২৯৩ জন। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত