Homeজাতীয়সালমান খান খুব ভাল বন্ধু, তাও কেন সুযোগ পেয়েও জুটি বাঁধলেন না...

সালমান খান খুব ভাল বন্ধু, তাও কেন সুযোগ পেয়েও জুটি বাঁধলেন না কঙ্গনা?

[ad_1]

কঙ্গনা জানিয়েছেন, তাকে  ‘সুলতান’ ও ‘বজরঙ্গী ভাইজান’  এই দুটি চলচ্চিত্রের অফার করেছিলেন সালমান খান। সালমান খানের সাথে তার খুব ভাল বন্ধুত্ব। তবে কখনোই একসঙ্গে জুটি বাঁধা হয়নি তাদের। বলিউডের তিন খান- শাহরুখ খান, সালমান খান ও আমির খান কারর সাথেই কাজ করেননি তিনি। তবে সালমান খানের সাথে ভাল বন্ধুত্ব রয়েছে তার। একসাথে কাজ করার ও সুযোগ এসেছে বহুবার। তবে কেন কাজ করা হয়নি তাদের? এবার সেই বিষয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুললেন কঙ্গনা রানাউত।

কঙ্গনা জানিয়েছেন, তাকে  ‘সুলতান’ ও ‘বজরঙ্গী ভাইজান’ এই দুটি চলচ্চিত্রের অফার করেছিলেন সালমান খান। তবে তিনি চলচ্চিত্রের চরিত্র শুনে কাজ করতে রাজি হননি। কঙ্গনার কথায়, ‘সালমান আমায় ‘বজরঙ্গী ভাইজান’ ছবিটার জন্য অফার করেছিল। আমি ওকে বলেছিলাম, ‘এ আবার কেমন চরিত্র দিচ্ছো আমাকে?’ এরপরে সালমান আমাকে ‘সুলতান’চলচ্চিত্রের জন্য অফার করেছিল। কিন্তু আমি চরিত্র শুনে নাকচ করে দিই। তখন সালমান আমাকে বলেছিল, ‘আর কি বা চরিত্র তোমায় দেওয়া যেতে পারে বলো তো?’

বর্তমানে নিজের নতুন চলচ্চিত্র ‘ইমার্জেন্সি’ র প্রচারে ব্যস্ত রয়েছেন কঙ্গনা। সেই  চলচ্চিত্রটি সালমান দেখে ফেলেছেন বলে জানিয়েছেন কঙ্গনা। সালমান খান তাদের এক বন্ধুর সঙ্গে  চলচ্চিত্রটি দেখতে গিয়েছিলেন আর তারপরে কঙ্গনাকে ফোন করে ছবিটির প্রশংসা করছিলেন। কঙ্গনা বলেছেন, এতটাই ভাল সম্পর্ক তার সালমান খানের সাথে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত