Homeপ্রবাসের খবরইন্দোনেশিয়ান নারীকে হত্যার দায়ে মালয়েশিয়ায় বাংলাদেশি অভিযুক্ত

ইন্দোনেশিয়ান নারীকে হত্যার দায়ে মালয়েশিয়ায় বাংলাদেশি অভিযুক্ত

[ad_1]

ইন্দোনেশিয়ার এক নারীকে হত্যার দায়ে মো. শিমুল বাবু (২৩) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে অভিযুক্ত করেছে মালয়েশিয়ার ম্যাজিস্ট্রেট কোর্ট। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ম্যাজিস্ট্রেট আমিরা সারিয়াতি জয়নালের সামনে বাজেট হোটেলের পরিচ্ছন্নতাকর্মী নুরহায়াতিকে (৩৯) হত্যার অভিযোগটি আসামি মো. শিমুল বাবুকে পড়ে শোনানো হয়। অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ৩১ ডিসেম্বর রাত ১০টা ১২ মিনিটে কুয়ালালামপুরের পুচংয়ের তামান মাওয়ারে পরিচ্ছন্নতাকর্মী নুরহায়াতিকে হত্যার অভিযোগ ওঠে শিমুল বাবুর বিরুদ্ধে।

তবে, হত্যা মামলাটি উচ্চ আদালতের এখতিয়ারভুক্ত হওয়ায় কাঠগড়ায় শিমুলের কোনো আবেদন রেকর্ড করা হয়নি। আদালত শুনানি শেষে আসামিকে জামিনে মুক্তি না দিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণের প্রেক্ষিতে আগামী ১৪ মার্চ পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।

আসামির বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্টের ৬(১)(সি) ধারায় অপরাধ এবং ৬(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ হাজার রিঙ্গিত জরিমানা এবং অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন শিমুল।

সেরডাং পুলিশের প্রধান সহকারী কমিশনার এ এ আনবালাগান গত ৪ জানুয়ারি এক বিবৃতিতে জানায়, গত ৩১ ডিসেম্বর স্থানীয় সময় রাত ১০টার দিকে ৯৯৯ জরুরি নম্বরে একটি ফোনকলের মাধ্যমে রক্তাক্ত অবস্থায় অচেতন এক নারীর লাশ উদ্ধারের তথ্য জানান ওই হোটেলের এক কর্মী।

ওই তথ্যের ভিত্তিতে ৩ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে সেরডাং জেলা পুলিশ সদর দফতর ও সেলাঙ্গর পুলিশ বাহিনীর তদন্তকারীরা পুত্রজায়ায থেকে শিমুলকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজন নারীর পূর্ব পরিচিত ছিল এবং ঈর্ষার বশবর্তী হয়ে তাকে হত্যা করার কথা স্বীকার করে।

সুত্রঃ সময় টিবি 

এম এইচ/ 

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত