Homeজাতীয়যত চুমুর দাগ, ততই মোটা বেতন! চাকরিতে অগ্রাধিকার পুরুষদের

যত চুমুর দাগ, ততই মোটা বেতন! চাকরিতে অগ্রাধিকার পুরুষদের

[ad_1]

যত চুমুর দাগ, ততই মোটা বেতন! চাকরিতে অগ্রাধিকার পুরুষদের

পুরুষরাই পাবেন এই চাকরিতে অগ্রাধিকার

শিরোনাম পড়ে নিশ্চয়ই ভাবছেন, এটা আবার কেমন চাকরি! চুমুর দাগে মাপা বেতন! হ্যাঁ, ব্যাপারটা হতবাক করার মতো হলেও সত্যিই রয়েছে এমন এক আজব চাকরি। এই চাকরিতে প্রয়োজন একজন পুরুষকর্মী ও একাধিক নারীকর্মী। আর একটা চেয়ার এবং একটি ঘর। ব্য়াপারটা শুনতে আজব হলেও, দাড়িহীন, চুলহীন পুরুষরাই পাবেন এই চাকরিতে অগ্রাধিকার। 

এবার আসা যাক কাজের ব্যাপারে। কাজটা শুনতে খুব সহজ হলেও, করতে কিন্তু বেশ চাপ। কেননা, এই চাকরি অনুযায়ী, পুরুষকর্মী চেয়ারে বসে থাকবেন এবং নারীরা ঠোঁটে লিপস্টিক মেখে এসে পুরুষকর্মীর গায়ে, মাথায় চুমু খাবেন গভীরভাবে, যাতে লিপস্টিকের ছাপ পড়ে পুরুষকর্মীর গালে, মাথায়।

পুরুষকর্মীকে এসব দাগ নিয়ে কাটাতে হবে ৮ ঘণ্টা। কেননা, পুরুষের সেই গালের চুমুর দাগ দেখেই চলবে গবেষণা। কেতাবি ভাষায় এই চাকরির নাম লিপস্টিক টেস্টার। একটা লিপস্টিক তৈরির পর, বাজারে আসার আগে এভাবেই টেস্ট করে নেওয়া হয় লিপস্টিকের রং, গুণমান। এমনকী, কতক্ষণ এই লিপস্টিকের স্থায়িত্ব তাও এভাবে মেপে নেওয়া হয়। মুখে কোন রঙের লিপস্টিক কতটা গাঢ় ছাপ ফেলেছে, খুব সহজে তা মুছে ফেলা যাচ্ছে কিনা, পরীক্ষা করা হত সে সব কিছুই।

পাঁচের দশকে এই চাকরি ছিল একেবারেই বাস্তবিক। লিপস্টিক প্রস্তুতকারী সংস্থার তরফে এমন এক পুরুষকে চাকরি দেওয়া হত যার কাজ ছিল সারাদিন চুপচাপ বসে নারীদের চুমু খেতে দেওয়া। অবশ্য তিনি কাউকে চুমু খেতে পারতেন না। তবে এযুগে এখন নানারকম অন্য পদ্ধতি এসে যাওয়ায়, এমন চুমু উপভোগ করার পুরুষ থাকলেও চাকরির সুযোগ কিন্তু আর নেই।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত