[ad_1]
যা–ই হোক, সৌদি প্রো লিগে ইউরোপের নামীদামি খেলোয়াড়দের টেনে আনাও সেই পরিকল্পনারই একটা অংশ। রোনালদো, বেনজেমা, নেইমার তো গেছেনই, শোনা যাচ্ছে মো. সালাহ, কেভিন ডি ব্রুইনাদের মতো ৩০–এর ওপারে চলে যাওয়া খেলোয়াড়, এমনকি কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুসের মতো তরুণদের নামও। মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে মুগারবেল স্পষ্ট করেই বলেছেন, এটা এখন আর স্বপ্ন নয়। এখন এটা শুধু সময় আর আলোচনার ব্যাপার।
রিয়াল মাদ্রিদের সঙ্গে ২৪ বছর বয়সী ভিনিসিয়ুসের বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। তাঁর রিলিজ ক্লজ (রিয়াল মাদ্রিদের অনিচ্ছায় তাঁকে অন্য কোনো ক্লাব কিনে নিতে চাইলে যে টাকা দিতে হবে) ১০০ কোটি ইউরো। টাকার অঙ্ক অবশ্য সৌদি আরবের জন্য কোনো সমস্যা নয়। দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ৯৩ হাজার কোটি ডলারের, যা বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় তহবিলগুলোর একটি। ভিনিসিয়ুসের রিলিজ ক্লজের টাকাটা সেই তুলনায় সমুদ্রের এক ফোঁটা জলের মতো। সৌদি আরবের মূল চ্যালেঞ্জ তাই অর্থ নয়, ভিনিকে রাজি করানো।
[ad_2]
Source link