[ad_1]
যেদিন বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা না পাওয়ার খবর পেলেন, সেদিনই সেঞ্চুরিটা করেছিলেন লিটন। তবে সেঞ্চুরির পর লিটন বলেছেন, তিনি জানতেন এমন কিছু হবেই, ফর্ম যে নেই!
তানজিদের অজানা নয় সেটি। তবু লিটন চ্যাম্পিয়নস ট্রফির দলে না থাকায় মন খারাপ তাঁর, ‘ভালো না খেললে বাদ পড়তে হবে। এটা সবাইকে মেনে নিতে হবে। দাদা (লিটন) যেমন ব্যাটসম্যান, এদিক থেকে তাই আমার মন খারাপ যে উনি দলে নেই। যেভাবে সবশেষ দুই ম্যাচ খেলেছেন, ওনার আত্মবিশ্বাস অনেক ওপরে। আশা করি, সামনের ম্যাচগুলো অনেক ভালো করবেন।’
[ad_2]
Source link