[ad_1]
তাজের মোড় যমুনা মার্কেটের একটি বন্ধ দোকানের সামনে বসে ছিলেন দিনমজুর জিয়ারুল ও গফুর আলী। আলাপচারিতায় গফুর আলী বলেন, ‘দুই দিন কামের জন্য আসে ফিরে গেছি। আজকে সকাল সাড়ে ছয়টাত থেকে বসে আছি। এখন ৮টা বাজে। কেউ কামত নিল না। একার রোজগারে সংসারে পাঁচটা মানুষের মুখত ভাত দিতে হয়। শীত-গরম নাই, যতই কষ্ট হোক, গতর খ্যাটাতে পারলে হামাগের প্যাটেত ভাত যায়, না পারলে না খ্যায়ে থাকা লাগে।’
গত সোমবার নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের পর্যবেক্ষক মিজানুর রহমান বলেন, তাপমাত্রা একটু বেড়েছে। তবে এটি আবহাওয়া কমে যাবে। আজ পৌষের ৩০ তারিখ। মাঘ মাস পড়লে উত্তরের হিমেল বাতাসের তীব্রতা বাড়ে। তখন শীতের তীব্রতা বাড়ে। এ ছাড়া চলতি মাসে শৈত্যপ্রবাহ আসার পূর্বাভাসও রয়েছে আবহাওয়া অধিদপ্তরের।
[ad_2]
Source link