Homeদেশের গণমাধ্যমেবিএসএফের হাতে আটক বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

বিএসএফের হাতে আটক বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

[ad_1]

ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাতে আটক হওয়া আলিমুর রহমান (৪৫) নামে যুবককে ফেরত এনেছে ৫০ ব্যাটালিয়ন বিজিবি।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ১৫২ ব্যাটালিয়ন বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই যুবককে বাংলাদেশ ফেরত আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ ৫০ ব্যাটালিয়ন ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ।

তিনি বলেন, গত ১৪ জানুয়ারি মঙ্গলবার রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বিজিবির বেউরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৮০/৪ এস থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের ভেতরে ‘বড়বিল্লা’ নামক সীমানা থেকে ১৫২ ব্যাটালিয়ন বিএসএফ ওই বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে যায়। পরে আজ সন্ধ্যা ৬টায় বিজিবির নিরলস প্রচেষ্টা ও তৎপরতায় ৫০ বিজিবি ও ১৫২ ব্যাটালিয়ন বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আলীমুর রহমানকে দেশে ফেরত আনা হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত